গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রাকের ত্রাণ সামগ্রী বিতরণ । 103 0
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রাকের ত্রাণ সামগ্রী বিতরণ ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজলো ব্র্যাক শাখার ইউপিজি র্কমসূচির উদ্যোগে ও স্থানীয় জনপ্রতিনিধিদেরে সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার র্পূব ঝিনিয়া গ্রামে করোনা ভাইরাসরে প্রার্দুভাব থেকে নিরাপদ রাখার জন্য ব্র্যাকের অতি দরিদ্র র্কমসূচির প্রত্যেক পরিবাররে সদস্যদরে মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থতি ছিলেন দহবন্দ ইউপি সদস্য মশিউর রহমান, সমাজ র্কমী জিয়াউর রহমান,ব্র্যাকের ইউপিজি র্কমসূিচর উপজলো ব্যবস্থাপক মমিনুল ইসলাম,র্কমসূচি সংগঠক আহসান হাবীব ও মোহাম্মদ আলী প্রমূখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছলি চাল, আলু, বেগুন ও সাবানর্।